আন্তর্জাতিক খবর
বাইডেন-মোদি বৈঠক আজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসছেন।
সোমবার ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
এএনআই জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান সরকারের পতন ও শ্রীলঙ্কায় চলমান আর্থিক সঙ্কটের এ সময়ে দুই নেতা আলোচনায় বসতে যাচ্ছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এএনআই জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বিশ্বের নানা বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তারা। এ সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ভারত-আমেরিকা সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। এরই মধ্যে ভারতের অবস্থান নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন।