দক্ষিণ আফ্রিকায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫৯

দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার শুরু হওয়া বৃষ্টিপাতে পুরো অঞ্চলে বহু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়েছে।
১৩ এপ্রিল দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে ওই প্রদেশের কর্মকর্তারা জানিয়েছে, বন্যায় গত কয়েক দিনে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
কর্মকর্তারা আরো জানান, পানিবন্দি হয়ে আছেন ৫০ হাজারের বেশি মানুষ। বেশ কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
যেসব এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে সেসব এলাকায় জোর উদ্ধার অভিযান চালাচ্ছে দুর্যোগ ব্যবস্থা বিভাগের সদস্যরা।
তবে বন্যায় শত শত বাড়ি ভেসে যাওয়ায় এবং রাস্তাঘাট ভেঙে যাওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
এসএ