আন্তর্জাতিক খবর

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৬, নিখোঁজ ২৯

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ২৯ যাত্রী।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশ জানায়, ১৫ এপ্রিল লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির এই ঘটনা ঘটে।

আইওএম বলছে, এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ জন নিখোঁজ রয়েছেন। তারাও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, আফ্রিকা থেকে লোকজন ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরের ভয়ংকর এই রুট বেশি ব্যবহার করে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিলের ১১ তারিখ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button