আবার আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৩৬

আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি সুন্নি মসজিদে জুমার নামাজ চলাকালীন বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি।
শুক্রবার (২২ এপ্রিল) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহরে মাওলাভি সেকান্দার মসজিদে এ বোমা বিস্ফোরের ঘটনা ঘটে।
বিবিসি বলছে, বৃহস্পতিবার আফগানিস্তানজুড়ে চারটি বোমা হামলার ঘটনা ঘটেছে। সব হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে শুক্রবারের হামলা চালানোর কথা এখনো কেউ স্বীকার করেনি।
বৃহস্পতিবার মাজার-ই-শরীফের একটি শিয়া মুসলিম মসজিদে হামলা চালায় আইএস। হামলায় ৩১ জন নিহত হন। আহত হন আরও ৮৭ জন।
বৃহস্পতিবারের হামলার কথা স্বীকার করে আইএস বলছে, এটি তাদের সাবেক নেতা ও মুখপাত্রের মৃত্যুর `প্রতিশোধ` নেওয়ার জন্য চলমান বিশ্বব্যাপী প্রচারণার অংশ।
তালেবান বলছে, তারা আইএসকে পরাজিত করেছে। কিন্তু গোষ্ঠীটি আফগানিস্তানের নতুন শাসকদের জন্য প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে বোমা হামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু সুন্নি জঙ্গি ও আইএস হাজারা শিয়া সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। যাদের তারা ধর্মদ্রোহী বলে মনে করে।
এই বিদ্রোহী গোষ্ঠীগুলো তালেবানদেরও লক্ষ্য করে হামলা চালায়। যাদের সঙ্গে তাদের প্রচণ্ড শত্রুতা রয়েছে।