আন্তর্জাতিক খবর

ভূমধ্যসাগর নৌকা ডুবে নিহত ১২

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় চারটি অভিবাসনপ্রত্যাশী নৌকা তিউনিসিয়া উপকূলের কাছে ডুবে গেছে। এতে অন্তত ১২ জন অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১০ জন।

রোববার (২৪ এপ্রিল) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।

তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি জানান, শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে চারটি নৌকা স্ফ্যাক্সের উপকূলের কাছে ডুবে যায়।  পরে কোস্টগার্ডের সদস্যরা ৯৮ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে। 

এর আগে চলতি সপ্তাহে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সম্প্রতি তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। এছাড়া তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও করছেন অনেকে। 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর হিসেব অনুযায়ী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারের বেশি অভিবাসীপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button