আন্তর্জাতিক খবর

জার্মানিতে জি৭ সম্মেলন শুরু

বৈশ্বিক জ্বালানি স্বল্পতা ও খাদ্য সংকটের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তিনদিনের জি৭ সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্বের সাতটি শক্তিধর দেশের শীর্ষ নেতারা।

রোববার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বাভারিয়ান আল্পসে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের স্বাগতম জানান।

গত বছরের তুলনায় এ বছরের সম্মেলনের পটভূমি অনেকটাই ভিন্ন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে জ্বালানি ও খাদ্য সংকট। সেইসাথে রয়েছে জলবায়ু পরিবর্তন ও চীনের স্বৈরতন্ত্র নিয়ে পশ্চিমা মাথাব্যথা।

এ বছরের সম্মেলনের মূল এজেন্ডার মধ্যে রয়েছে রাশিয়ান স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা। সেইসাথে রাশিয়ান তেল আমদানি সীমিত করার ব্যাপারেও জি৭ নেতারা গঠনমূলক আলোচনা করছেন বলে জানিয়েছেন জার্মান এক কর্মকর্তা।

ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ ও রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে জি৭ নেতারা ঐক্যবদ্ধ থাকবেন বলেই আশা করা হচ্ছে। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনধারণের ব্যয় বেড়ে যায় এমন নিষেধাজ্ঞা যেন আরোপ না করা হয় সেদিকেও তাদেরকে খেয়াল রাখতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, ‘একতা ও কাজের সমন্বয়ই হবে এই সম্মেলনের প্রধান বার্তা। কঠিন সময়েও আমাদেরকে মিত্র দেশের সাথে মিলেমিশে থাকতে হবে।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button