আন্তর্জাতিক খবরধর্মপ্রধান খবর

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী শনিবার (৯ জুলাই)।

বুধবার (২৯ জুন) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়। 

স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা।

সে হিসেব অনুযায়ী, আগামী ১০ জুলাই রোববার বাংলাদেশে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button