রানি এলিজাবেথ’র নামে ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় আটক ১

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
প্রয়াত এই রানির নামে ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় গ্রেফতার হয়েছেন এক ইয়েমেনি নাগরিক। সোমবার (১২ সেপ্টেম্বর) মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার হওয়ার আগে নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন ওই ইয়েমেনি। এতে তাকে একটি ব্যানার হাতে দেখা যায়। তার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
গ্রেফতার ইয়েমেনি ব্যক্তির প্রকাশ হওয়া ভিডিওর ক্যাপশনে আরবি ভাষায় লেখা ছিল- ‘রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ পালন করছি।আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাকে বেহেশতে এবং নেককারদের মধ্যে কবুল করুন। ’
সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সিও (এসপিসিএ) ওই ব্যক্তির টুইটটি রিটুইট করে গ্রেফতারের খবর দেয়। এতে বলা হয়, ওমরাহর নিয়ম লঙ্ঘনের জন্য ইয়েমেনি এ নাগরিককে আটক করা হয়। সূত্র: মিডলইস্ট আই