আইন ও অপরাধ

সিএমপি কমিশনারের নির্দেশ: অস্ত্রধারী দেখামাত্র গুলি করে হত্যা করুন

সিএমপি কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সব থানা-ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বেতার বার্তায় বলেছেন, যে বা যারা হত্যা বা বড় ধরনের অপরাধ ঘটাতে অস্ত্র নিয়ে গড়াগড়ি করবে তাদের দেখামাত্র গুলি করে মারার নির্দেশ তিনি দিয়েছেন এবং এটি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

কমিশনার স্বীকার করেছেন যে তিনি এই নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় পুলিশের কাছ থেকে অস্ত্র লুট হওয়ায় অনেক অস্ত্র বাইরে চলে গেছে এবং তা সন্ত্রাসীদের কাছে গেছে কি না বা অপরাধে ব্যবহার হচ্ছে কি না—এ বিষয়ে নিশ্চিত নন। কয়েকদিন আগে নির্বাচনী গণসংযোগকালে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, সেখানে ব্যবহৃত অটোমেটিক পিস্তলও পুলিশের অস্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে; অস্ত্র উদ্ধার হলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যেত।

এই প্রেক্ষাপটে তিনি বলেন, যারা অস্ত্র নিয়ে হত্যা বা অপরাধের উদ্দেশ্যে এগোবে, তাদের গুলি করে নিষ্ক্রিয় করা হবে — যা দণ্ডবিধির ধারাসমূহ ৭৫, ৭৬ ও ৯৬ থেকে ১০৬ অনুযায়ী উল্লেখ রয়েছে। উল্লেখ্য, চলতি আগস্টেও তিনি বেতার বার্তায় একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন—টহল দলের সামনে বা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার স্বার্থে গুলি করার নির্দেশ।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button