সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুদকের আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সহকারি রেজিস্ট্রার মো. রিয়াজ হোসেন বাসস নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি মোহাম্মদ হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এই কারণে তিনি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনার উদ্দেশ্যে জব্দ করা অপরিহার্য বলে আদালত উল্লেখ করেছেন।



