আইন ও অপরাধ

সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারকের বদলি–পদোন্নতি

আইন মন্ত্রণালয় একসঙ্গে ৮২৬ জন বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (২৬ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে উপসচিব এ এফ এম গোলজার রহমানের স্বাক্ষর রয়েছে।

তিন স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি ও পদায়ন পেয়েছেন:
• অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ: ২৫০ জন
• যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ: ২৯৪ জন
• সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ: ২৮২ জন

প্রজ্ঞাপনে বদলীকৃত কর্মকর্তাদের ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে থাকা কর্মকর্তাদের ছুটি বা প্রশিক্ষণ শেষে যোগদান করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button