বগুড়ার শাজাহানপুরে গৃহবধুকে গণধর্ষণঃ গ্রেফতার ৩

বগুড়ার শাহাজাহানপুর থানার বি-ব্লক এলাকায় মঙ্গলবার ১৯ বছর বয়সী বিবাহিত এক নারীকে গণ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের স্বীকার ওই মেয়ের বাড়ি শেরপুর উপজেলার পৌর এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনায় জড়িত তিন যুবককে শাহাজাহানপুর থানা পুলিশ বি ব্লক ও সি ব্লক এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯) ও রহিমাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫) ও নিশাত (২১)। তারা দু’জনে সহদোর।
তবে ঘটনায় মূল অভিযুক্ত রাব্বি হাসান এখনও পলাতাক আছেন।
গণ ধর্ষণের স্বীকার ওই মেয়ের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে আড্ডা নামের এক গ্রুপে রাব্বি হাসানের সাথে মেয়েটির পরিচয় হয় ৪/৫ মাস আগে। সেই পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার বি-ব্লকে রাব্বির সাথে দেখা করতে আসে সে। ওই সময় রাব্বি মেয়েটিকে ফুঁসলিয়ে একটি বাড়িতে নিয়ে তার বন্ধুদের সাথে মিলে গণধর্ষণ চালায়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আমরা তিন অভিযুক্তকে ঘটনা জানার পরে গ্রেফতার করেছি। ভিকটিম বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।