বগুড়ায় ২৩টি মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

বগুড়া সদর থানার বিশেষ অভিযানে ২৩টি মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে এস আই জাকির হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ জেলার পত্নীতলা এলাকা হতে বগুড়া সদর থানার সর্বোচ্চ সংখ্যক সিআর সাজাপ্রাপ্ত মোট ২৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারক আসামী বগুড়া পৌরসভার কানুছগাড়ী এলাকার মৃত আখতারুজ্জামানের ছেলে মোঃ রুহুজ্জামান তুহিন (৪৬)।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন পলাতক ছিল, বিশেষ একটি প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার প্রতারনা ও চেকের মোট ২৩টি মামলা রয়েছে। তার মধ্যে ১৫ টি মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।