বগুড়ায় টানা ৫ম বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সদর থানার সেলিম রেজা

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় চৌকস কার্য সম্পাদনায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বগুড়া সদর থানায় যোগদানের ৬ মাসের মধ্যে ৫ মাসেই বগুড়া জেলার শ্রেষ্ঠ এবং ১ বার রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের কার্যসম্পাদনের ভিত্তিতে তিন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন, আমি আমার সৎ কাজের স্বীকৃতি হিসাবে মাননীয় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম স্যারের কাছ থেকে পুরষ্কার পেয়েছি। আর এ কারণে সকল সিনিয়র স্যারের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা। এই সম্মান আমাকে ভবিষ্যতের প্রতিটি কাজে অনুপ্রাণিত করবে এবং আমাকে ভবিষ্যতের পথে চলার শক্তি দেবে।
কল্যাণ সভায় সেপ্টেম্বরে ২০২১ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য বগুড়া জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ক্রেস্ট ও অর্থ পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। এছাড়া কল্যাণ সভায় সদ্য অবসরপ্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে সেপ্টেম্বর ২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।