প্রদীপ-লিয়াকতের সাজার পরোয়ানার কপি কারাগারে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর সাজার পরোয়ায়ানার কপি কারাগারে পৌঁছেছে।
৪ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ব্যবস্থায় আদালত এই পরোয়ানা কপি কারাগারে পৌঁছায়।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের থেকে শুক্রবার দুপুরের দিকে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর রায় ও পরোয়ানা কপি তারা হাতে পেয়েছেন।
প্রদীপ কুমার দাশের আইনজীবী মহিউদ্দিন বলেন, সার্টিফাইড কপি হাতে পেলে তারা কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন।
আদালত সূত্রে জানা যায়, আইন অনুযায়ী সিনহা হত্যাকাণ্ডের রায়ের এক সপ্তাহের মধ্যে লাল কাপড়ে মোড়ানো মামলার মূল নথি উচ্চ আদালতে পাঠানো হবে। রবি ও সোমবারের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের আদেশের কপি উচ্চ আদালতের কাছে পৌঁছাবে।
এসএ