আইন ও অপরাধ

হোসেনি দালানে বোমা হামলা: ২ জনের কারাদণ্ড

পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আর বাকি ছয় আসামিকে খালাস দেয়া হয়।

কারাদণ্ড পাওয়া দুই আসামির মধ্যে আরমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। আর কবির হোসেনকে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড।

এর আগে ১ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন বিচারক।

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা চালায় জেএমবি। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

ওই হামলায় ১৩ জঙ্গি জড়িত ছিলেন। এদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের সময় তিন জঙ্গি ক্রসফায়ারে মারা যান। চার্জশিটভুক্ত আসামিরা সবাই জেএমবির সদস্য।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button