ধুনট উপজেলানির্বাচনপ্রধান খবরবগুড়া সদর উপজেলাশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ইউপি নির্বাচন: আ. লীগ ১২, বিএনপি ১০, বিদ্রোহী ৪, স্বতন্ত্র এক

বগুড়ায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ উপজেলায় ১২ টিতে আওয়ামী লীগ, ১০ টিতে বিএনপি, ৪ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্রভাবে ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তিন উপজেলার নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

এদিন জেলার সদর, শাজাহানপুর ও ধুনট এ তিন উপজেলার ২৭ ইউনিয়নের ২৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮টি ইউনিয়নের মধ্যে গোকুল ইউনিয়নে বিএনপির জিয়াউর রহমান, শেখেরকোলায় বিএনপির আব্দুর রশিদ মৃধা, নিশিন্দারায় বিএনপির শহিদুল ইসলাম সাবগ্রামে বিএনপির ফরিদ উদ্দিন, লাহিড়ীপাড়ায় বিএনপির আপেল মাহমুদ, শাখারিয়ায় আওয়ামী লীগের এনামুল হক রুমি, নামুজায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম এবং নুনগোলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলম নির্বাচিত হয়েছেন।

শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আশেকপুরে আওয়ামী লীগের ফিরোজ আলম, মাঝিড়ায় আওয়ামীলীগের নুরুজ্জামান সরকার, খোট্টাপাড়ায় আওয়ামী লীগের আব্দুল্লাহ আল ফারুক, গোহাইলে  আওয়ামী লীগের আলী আতোয়ার ফজু, চোপিনগরে  আওয়ামী লীগের মাহফুজার রহমান বাবলু, খরনায় বিনা প্রতিদ্বদন্দ্বিতায় আওয়ামী লীগের সাজেদুর রহমান শাহীন, আড়িয়ায় বিএনপির আতিকুর রহমান, আমরুলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম বিমান এবং মাদলায় বিএনপির আতিকুর রহমান।

ধুনট উপজেলার মথুরাপুরে আওয়ামী লীগের হাসান আহম্মেদ জেমস, নিমগাছিতে আওয়ামী লীগের সোনিতা নাসরিন, এলেঙ্গীতে আওয়ামী লীগের তোজাম্মেল হক, ধুনট সদরে আওয়ামী লীগের এসএম মাসুদ রানা, গোপাল নগরে বিএনপির আনোয়ারুল ইসলাম, চিকাশিতে বিএনপির জাকির হোসেন জুয়েল, কালেরপাড়ায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন, গোসাইবাড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক বাবু এবং চৌকিবাড়িতে বিএনপির হাসানুল করিম পুটু।

রোববার (২৮ নভেম্বর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার সদর, শাজাহানপুর ও ধুনট এ তিন উপজেলার ২৭ ইউনিয়নের ২৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

এই বিভাগের অন্য খবর

Back to top button