বগুড়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার এক যুবক

বগুড়ার শেরপুরে স্বামী পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার সময় এক যুবকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার বিকেলে আটক হওয়া রাজু আহম্মেদ (৩৫) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের ওই স্বামী পরিত্যক্তা মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরেই উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বাড়কিপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে লম্পট রাজু আহম্মেদ স্বামী পরিত্যক্তা ওই নারীকে উত্যক্ত করে আসছিলেন।
একপর্যায়ে ৫মার্চ রাত অনুমান সোয়া নয়টার দিকে ওই নারীর বসতবাড়িতে কৌশলে ঢুকে পড়ে লম্পট রাজু। জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই নারীর চিৎকারে তার পরিবারসহ আশপাশের লোকজন এসে রাজু আহম্মেদকে হাতেনাতে আটক করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। সেইসঙ্গে আটক হওয়া ব্যক্তিকে রোববারই বগুড়ায় আদালতে পাঠানো হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এসএ//