বগুড়ায় বাস চাপায় ওষুধ কোম্পানির গাড়ি চালক নিহত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ওষুধ কোম্পানির গাড়ি চালক নিহত হয়েছেন। নিহত মো. মঞ্জুরুল হক মিলন (৩৮) উপজেলার কুসুম্বী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে।
মঙ্গলবার ভোররাতে পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকাস্থ নতুন বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, একটি ওষুধ কোম্পানিতে কর্মরত মঞ্জুরুল ঘটনার রাতে কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হবার সময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি চিহিৃত করনের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ