প্রধান খবরসারাদেশ

দুই বাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় ৭ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ২০ জন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া হাইওয়ে পুলিশের এসপি মুনসী শাহাবুদ্দিন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের সঙ্গে বিপরীতগামী সিয়াম পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত সাত জন নিহত হয়। এছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button