প্রধান খবরসারাদেশ

সীতাকুণ্ডে আগুন: ফেসবুক আইডি থেকে লাইভ করা সেই তরুণ নিখোঁজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন এক তরুণ। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আশপাশের সব কিছু অন্ধকার হয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ বিস্ফোরণের ঘটনা লাইভ করা অলিউর রহমান।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে নিখোঁজ অলিউর রহমান। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। 

অলিউর রহমানের এক সহকর্মী জানান, যখন বিস্ফোরণ ঘটে তখন রাতের খাবারের সময় ছিল। খাবারের জন্য ডিপো থেকে চলে আসি আমরা। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button