প্রধান খবরসারাদেশ
বিএম কনটেইনার ডিপো থেকে আরও কিছু হাড়গোড় উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিএম কনটেইনার ডিপো থেকে মানব শরীরের আরও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, হাড়গোড়গুলো একজন মৃত ব্যক্তির। এ হিসেবে পুলিশ এখন মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়াল বলে জানিয়েছে।
ঘটনার একমাস পূর্ণ হওয়ার দিন সোমবার (৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ডিপোতে পুড়ে ক্ষতিগ্রস্ত একটি টিনশেড ঘর থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
এর আগে, গত ১৩ জুন ডিপোর বিভিন্ন স্তূপ থেকে বেশকিছু হাড়গোড় উদ্ধার করেছিল সীতাকুণ্ড থানা পুলিশ।