জাতীয়

সাংবাদিক সুরক্ষা আইন আসছে, সুরক্ষা পাবে সাংবাদিকরা: তথ্য উপদেষ্টা


সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন হলে সুরক্ষা পাবেন পেশাদার সাংবাদিকরা, ফ্যাসিবাদের দোসর বা অপসাংবাদিকরা নয়—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিকদের বেতন ও মজুরি যথাযথভাবে প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক্রিডিটেশন এবং সরকারি সব সুবিধা বাতিল করা হবে। তিনি বলেন, “এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারি নির্ধারণ করতে চাই সরকার। সাংবাদিকদের ১২ বা ১৫ হাজার টাকার বেতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও জানান, অনলাইন প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের বিষয়ে সরকার আগামী সপ্তাহেই সিদ্ধান্তে পৌঁছাবে। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি গুজব ও অপতথ্য রোধে সব সংবাদমাধ্যমকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা আরও বলেন, তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই কমিশন পত্রিকার সার্কুলেশন, টেলিভিশনের সম্প্রচার তদারকি এবং গণমাধ্যমকর্মীদের স্বার্থরক্ষা করবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button