জাতীয়

খোলা মাঠে সব মাহফিল স্থগিত ঘোষণা করলেন মিজানুর রহমান আজহারী

প্রখ্যাত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী চলতি বছরের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। আজ দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’

গত এক বছরে আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছিলেন আজহারী। এসব মাহফিলে লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দায়িত্ব নিতে হয়েছে ভিড় সামলাতে। তবে নির্বাচনপূর্ব সময়ে বাহিনীগুলো রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবে— এ কারণেই মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজহারী বলেন, গত বছর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত প্রতিটি মাহফিলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তবে বর্তমানে নির্বাচনকেন্দ্রিক পরিবেশ তৈরি হওয়ায় ডিসেম্বর ও জানুয়ারিতে রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশে বাহিনীকে মোতায়েন থাকতে হবে। ফলে তার মাহফিল আয়োজন করলে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়বে।

তিনি আরও বলেন, ‘জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমার বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছরের সব বিভাগীয় উন্মুক্ত মাঠের মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে তিনি জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে আবারও খোলা মাঠে মাহফিল আয়োজন করবেন। ‘নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হবো ইন শা আল্লাহ,’ যোগ করেন আজহারী।

এই বিভাগের অন্য খবর

Back to top button