জাতীয়

ঢাকায় আবারও ভূমিকম্প, ৩৬ ঘণ্টায় দেশে তিন দফা কম্পন

রাজধানী ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। গত ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি দেশের তৃতীয় ভূমিকম্প। প্রাথমিক তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে মাত্র ৩ মাইল দূরে এবং এর গভীরতা ছিল ৬.২ মাইল।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৭ মাত্রার প্রথম ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, এবং কম্পন বাংলাদেশ ও ভারতে অনুভূত হয়। শক্তিশালী ওই ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন।

সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত। নারায়ণগঞ্জে ১ জন নিহত, ১৮ জন আহত। নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত। গাজীপুরে আহত ২৫২ জন এবং মাগুরায় ২২ জন। সর্বমোট মৃত্যু ১০ জন এবং আহত ৪৬১ জন।

প্রথম দফার ভূমিকম্পের পর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button