
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিন আসছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্বে রেকর্ড করা ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি তার ভাষণে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ: ২৯ ডিসেম্বর
মনোনয়ন যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ১১ জানুয়ারি
আপিল শুনানি ও নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি
সাধারণত বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়। এবারও সেভাবেই তফসিল ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তবে এ বছর বিশেষ বিষয় হলো- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা আগে ঘোষণা করা হয়নি।
সিইসি জানান, একই দিনে দুটি ভোট আয়োজনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।



