
সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে ২০তম গ্রেড-সব স্তরেই বেতন বৃদ্ধির প্রস্তাব ছিল। তবে অন্তর্বর্তী সরকার এই পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে স্পষ্ট জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
কী বললেন উপদেষ্টা
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন,
“পে-স্কেলের বিষয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে পে কমিশন করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি।”
তিনি আরও জানান, কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য নয়, বরং সেগুলো পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। সরকার এ বিষয়ে নতুন করে কোনো পদক্ষেপ নিতে চায় না।
মূল্যস্ফীতির প্রভাব নেই
পে কমিশনের প্রতিবেদনের কারণে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে-এমন আশঙ্কা নাকচ করে ফাওজুল কবির খান বলেন,
“অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করছে না-এটি পরিষ্কার। শুধু একটি কমিটি করা হয়েছে। কমিশন ঘিরে নানা ধরনের বিক্ষোভ হচ্ছিল। নতুন সরকার যেন অচলাবস্থায় না পড়ে এবং যাত্রাপথ মসৃণ হয়-সেটিই সরকার চায়।”
মন্ত্রীদের ফ্ল্যাট প্রসঙ্গ
এছাড়া মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে তিনি দেখেননি বলেও দাবি করেন উপদেষ্টা।
সব মিলিয়ে, জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে চলমান আলোচনা থাকলেও, অন্তর্বর্তী সরকার আপাতত নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে যাচ্ছে না-এমন বার্তাই স্পষ্ট করলেন সংশ্লিষ্ট উপদেষ্টা।
তথ্যসূত্র: যুগান্তর



