জাতীয়

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সহধর্মিনী ইন্তেকাল

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী বুলা আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)।


আজ রোববার (১৭ জানুয়ারি) সকাল ৮ টা ৪৫ মিনিটে রাজধানীর সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বীর মুক্তিযোদ্ধা এই নারী প্রগতিশীল আন্দোলনের নেত্রী হিসেবে ১৯৬৯ গণআন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জাতীয় সমাজ গঠনমূলক কর্মকান্ডে অবদান রাখেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button