জাতীয়

করোনা টিকার প্রথম চালান হস্তান্তর

ভারত থেকে আসা করোনা টিকার প্রথম চালান বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

এর আগে সকাল ১১টার দিকে ভারত সরকারের উপহারের প্রায় ১৮ লাখ ডোজ টিকা নিয়ে বাংলাদেশের পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনা টিকা ভারত থেকে উপহার হিসাবে পাঠানো হয়েছে। টিকা সংরক্ষণের জন্য নেওয়া হবে ইপিআই স্টোরেজে।

টিকা বিষয়ক কর্মসূচি পরিচালিত হবে স্বাস্থ্য অধিদপ্তরের মা, শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচির আওতায়। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কর্মীরা এই কার্যক্রমে অংশ নেবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button