জাতীয়
রিজভীসহ বিএনপির ১৮ নেতাকে অভিযুক্ত করে চার্জশিট

জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৮ সালে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ১৮ নেতাকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এটি দাখিল করে গোয়েন্দা পুলিশ। চার্জশিটভুক্ত বাকি আসামিদের মধ্যে রয়েছে, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ফজলুল হক মিলন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শরাফত আলী শফু।
শাহবাগ থানার এই মামলায় সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।