জাতীয়

শীতে পুলিশের সতর্কতা

শীতকালে মানুষের, বিশেষ করে গরিব মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। নানা ধরনের রোগের রোগ-বালাইয়ের ঝুঁকিতে থাকে বয়স্ক ও শিশুরা। এ সময় গ্রামাঞ্চলে চুরি-ডাকাতি বেড়ে যায়। আতঙ্কে রাত কাটে মানুষের। আবার এই শীতকালেই অগ্নিকাণ্ডের ঘটনাও নেহায়েত কম ঘটে না। তবে সাধারণ মানুষের এ রকম নানা চিন্তা থাকলেও পুলিশের ভাবনা অন্যখানে।

সেটা হলো দেশে শীতকালে ছিনতাই ও টানা পার্টির দৌরাত্ম্য। স্বাভাবিক কারণেই পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। সে বিষয়টিই রোববার পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দিয়ে আরো বেশি সতর্ক থাকতে বললেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তরে এদিন মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার বলেন, সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে ছিনতাই, টানা পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। সেজন্য পুলিশ বাহিনীকে আরো বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।

এ সময় ছিনতাইকারী ছাড়াও এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহের ওপরও জোর দেন ডিএমপি কমিশনার। ঢাকার পুলিশ প্রধান বলেন, মানুষের নিরাপত্তার জন্য এবং তাদের শান্তির জন্য আমরা চাকরি করি। সুতরাং সে বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

শফিকুল ইসলাম এ সময় করোনার মহামারির শুরুর দিকের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই সময় ফ্রন্ট-ফাইটার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আমাদের যা সামর্থ্য সেটা কাজে লাগিয়ে সাধ্যমতো এদেশের মানুষের সেবা করেছি। বিষয়টি ব্যাপকভাবে মিডিয়া কাভারেজ পেয়েছে। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ পুলিশ।

ডিএমপি কমিশনার অপরাধ পর্যালোচনা সভায় আরো বলেন, ঢাকা মহানগরীর কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য উপ-পুলিশ কমিশনার এবং অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকলের যেন এ বিশ্বাস থাকে যে, ‘টিম ডিএমপি অপরাজেয়’।

এ সময় অক্টোবর মাসে ঢাকা মহানগরীতে অস্ত্র, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন নগর পুলিশের প্রধান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণ পদ রায়, এ কে এম হাফিজ আক্তার, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান এবং যুগ্ম পুলিশ কমিশনারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button