জাতীয়ধর্ম

আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লাইলাতুল মেরাজ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সকল সরকারি প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটি পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের শবে মেরাজ সংক্রান্ত প্রেস ব্রিফিং।

এই বিভাগের অন্য খবর

Back to top button