জাতীয়

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুরের দাফন সম্পন্ন

বান্দরবানে জেএসএস সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাতে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকার সেনা নিকেতনের আঙিনায় তাকে দাফন করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারে তার মরদেহ পটুয়াখালী স্টেডিয়ামে পৌঁছায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে বহালগাছিয়া যুবক হাউজিংয়ের বালির মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর একটি টহল দলের গোলাগুলির ঘটনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান নিহত হন।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button