জাতীয়

অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে পাহাড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে বেশ কিছু সমস্যা আছে। অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে এখানে। এসব সমস্যা নিরসনে কাজ করছে সেনাবাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বান্দরবানের রুমায় সন্ত্রাসীর গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর জানান, শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

শনিবার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

নিরাপত্তা বাহিনী গুমের সাথে সংশ্লিষ্ট নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ গুম হয় না কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে সুযোগ বুঝে আবার ফিরে আসে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button