জাতীয়

গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার

রাজধানীতে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এ আয়োজন করা হয়।

শুনানির প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ তৈল, গ্যাস ও পেট্রোলিয়াম কর্পোরেশন (পেট্রোবাংলা) তাদের প্রস্তাবনা উত্থাপন করেন।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) তাদের প্রস্তাবনা উত্থাপন করবে।

ইতিমধ্যে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৯ টাকা ৭০ পয়সার পরিবর্তে কুড়ি টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেছেন, আগামী চারদিন শুনানি চলবে। চুলচেরা বিশ্লেষণের পরই আমরা সিদ্ধান্ত নেবো। আমরা অমানবিক হবো না।

আব্দুল জলিল বলেন, এলএনজির বাজারে দাম কম-বেশি হয়, সেক্ষেত্রে ছয় মাস পরপর সমন্বয় করা যায় কিনা, এ বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশন ভাবছে।

গণশুনানিতে বিইআরসি, পেট্রোবাংলা ও জিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণশুনানিতে আগ্রহী বক্তাদের মধ্য থেকে বিইআরসির আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button