জাতীয়প্রধান খবর

ধীরগতিতে চলছে ট্রেনের টিকিট বিক্রি, টিকিট পেতে মানুষের ঢল

আজও ধীরগতিতে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। কমলাপুর রেলস্টেশনে দেয়া হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট।

গত রাত থেকেই লাইনে দাঁড়ান বহু টিকিট প্রত্যাশী। গতকাল টিকিট না পাওয়া অনেকে আজও লাইনে দাঁড়িয়েছেন। তবে টিকিট পাবেন কিনা নিশ্চিত হতে পারছেন না তারা। বলছেন, গতবারের মতো টোকেনের ব্যবস্থা করা হলে টিকিট পাওয়ার ব্যাপারে কিছুটা হলেও নিশ্চিত হতে পারতেন।

তবে ৫০ ভাগ টিকিট অনলাইনে দেয়ার কথা থাকলেও সার্ভার জটিলতায় টিকিট কাটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, সকালে শুরুতে সার্ভারে ঢোকা যায়নি। যখন সার্ভারে ঢুকতে পেরেছেন তখন টিকিট শেষ। যাত্রীরা ঈদের সময় অনলাইনের টিকিট বিক্রি না করে সরাসরি বিক্রির দাবি জানান।

এদিকে, অনেক ভোগান্তির পর যারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন তারা বেশ উচ্ছ্বসিত। কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ কমাতে বিমানবন্দর, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া স্টেশনেও দেয়া হচ্ছে আলাদা আলাদা রুটের অগ্রিম টিকিট।

এই বিভাগের অন্য খবর

Back to top button