
মঙ্গলবার (৩ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে এবার ঈদ কাটতে পারে ঝড়-বৃষ্টিতে।
আজ আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দমকা বা ঝড়ো হাওয়া থাকবে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।