আবহাওয়াজাতীয়

এবার ঈদ কাটতে পারে ঝড়-বৃষ্টিতে

মঙ্গলবার (৩ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে এবার ঈদ কাটতে পারে ঝড়-বৃষ্টিতে।  

আজ আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন,  মঙ্গলবার দমকা বা ঝড়ো হাওয়া থাকবে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button