অতিরিক্ত পুলিশ কমিশনার হামিদুল আলমকে বাধ্যতামূলক অবসর

হামিদুল আলম। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল মেট্রোপলিটাের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হামিদুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে অনুমতি ব্যতীত দীর্ঘদিন অতিবাস করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। এ ছাড়া ২০২৪ এর নির্বাচনের তবলা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মিলনের স্ত্রী শাহজাদী আলম লিপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের অভিযোগ উঠেছিল।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে রাষ্ট্রপতি তার বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’-এর গুরুদণ্ডের অনুমোদন দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।