জাতীয়
প্রধান খবর

যেকোনো সময় আ. লীগের কার্যক্রম চালু হতে পারে: প্রধান উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জানান, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে দলটি বৈধ এবং যেকোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে। তারা নির্বাচনের আয়োজন করছে, তাই কোন দল অংশ নিতে পারবে সে সিদ্ধান্ত তাদের এখতিয়ারেই পড়বে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবেন। তবে সেখানে দলের প্রতীক থাকবে না। আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার কোনো দায় স্বীকার না করে সবসময় অন্যকে দায়ী করেছে।

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ও রোহিঙ্গা সংকটসহ আরও নানা বিষয় আলোচনায় উঠে আসে।

তথ্যসূত্র: এনটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button