জাতীয়

আজ মহানবমী: বিদায়ের ঘণ্টা বাজছে দুর্গোৎসবে

ছবি: সংগৃহীত

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছিল পঞ্চমীতে বোধন আর ষষ্ঠীতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে। অষ্টমীর পর আজ বুধবার (১ অক্টোবর) পালিত হচ্ছে মহানবমী, দেবীর বিদায়ের সূচনা। দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে, স্বামীর গৃহে।

হিন্দু শাস্ত্র মতে, নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণ শেষে অনুষ্ঠিত হয় দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা। সন্ধ্যায় হয় দেবী দুর্গার মহাআরতি। মহানবমীতে প্রচলিত রয়েছে বলিদান ও নবমী হোম। এদিন দেবীকে ১০৮টি নীলপদ্মে পূজা করা হয়। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়।

নবমীর সূচনা হয় সন্ধিপূজার মধ্য দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটজুড়ে সম্পন্ন হয় এ পূজা। এ সময়ে দেবী চামুন্ডার আরাধনা করা হয়। ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্ম নিবেদনই এ পূজার বৈশিষ্ট্য। পূজার মন্ত্রেও রয়েছে সেই বিশেষত্বের উল্লেখ।

মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার বিশেষ তাৎপর্য রয়েছে। তবে এ রাতই বাজিয়ে দেয় উৎসব সমাপ্তির ঘণ্টা, শুরু হয় প্রতীক্ষিত বিদায়ের পর্ব।

এই বিভাগের অন্য খবর

Back to top button