জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নয়: ধর্ম উপদেষ্টা

ছবি: সময় টিভি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নয়। তার মতে, রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে থাকেন, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

ড. খালিদ হোসেন বলেন, বিশ্বখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি নেই, অথচ সেগুলো বিশ্বসেরা শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, “আগামী নির্বাচনে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাতে নয়, ভোট হবে দিনে।”

তিনি আরও বলেন, “আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। সুযোগ বারবার আসে না, তাই সুযোগকে কাজে লাগাতে হয়। আমরা দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে চাই।”

তথ্যসূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button