জাতীয়দিবস
প্রধান খবর

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রতীকী ছবি।

আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানানোর উদ্দেশ্যে ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল, সেখান থেকে চূড়ান্তভাবে ১২ জনকে নির্বাচিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button