বগুড়ার নন্দীগ্রামে পালিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বগুড়ার নন্দীগ্রামে পালিত হলো দুইদিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা -২০১৯।
গতকাল শনিবার (৭ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
আজ ৮ ই ডিসেম্বর মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রাবনী আখতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, মাধ্যমিক অফিসার একরামুল হক, সমাজ সেবা অফিসার আব্দুল মমিন, একাডেমিক সুপার ভাইজার নাসরীন সুলতান।