
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামে খাদিজা খাতুন মিষ্টি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শয়ন ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খাদিজা খাতুন ওই গ্রামের ব্যবসায়ী ফোরকান আলীর স্ত্রী। তাদের সাড়ে তিন ও আড়াই বছর বয়সি দুটি সন্তান রয়েছে।
স্বামী হাট থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীর মরদেহ ঝুলতে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে দাম্পত্য কলহে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সতর্কতা: “আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। মানসিক কষ্টে থাকলে পরিবার, বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিন।” “সঙ্কটে পড়লে হেল্পলাইন বা পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ করুন। একসাথে থাকলে সমাধান সম্ভব।”“মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির পথ আছে। সাহায্য চাইতে দ্বিধা করবেন না।”



