নন্দীগ্রাম উপজেলা
প্রধান খবর

বগুড়ায় নসিমন উল্টে চালক নিহত, আহত ৪ গরু ব্যবসায়ী

বগুড়ার নন্দীগ্রামে ইঞ্জিনচালিত নসিমন উল্টে শাহীন আলম (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজন গরু ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার হাটকড়ই-দেওগ্রাম সড়কের আগাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের পিন্টু মিয়া, নিশিন্দারা এলাকার আব্দুল জলিল, ধাওয়াস গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮) এবং মোকাব্বর হোসেন।

জানা গেছে, চারজন গরু ব্যবসায়ীকে নিয়ে শাহীন নিজের নসিমনে দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে আগাপুর এলাকায় কালভার্টের সামনে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, নিহত চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা: অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ট্রাফিক আইন মেনে চলুন, জীবন সবার আগে।

এই বিভাগের অন্য খবর

Back to top button