বিএনপিরাজনীতি

হাসপাতাল থেকে দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া

হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।

রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে এবং তা হার্ট ও ফুসফুসেও প্রভাব ফেলেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপর।

তথ্যসূত্র: মানবকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button