রাজনীতি

মান্নার ধারণা, সমালোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট পাবে বিএনপি

বিএনপিকে ঘিরে নানা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ সেই দলকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব নেবে—এ প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। তিনি যোগ করেন, তিনি বিএনপির রাজনীতি করেন না বা তাদের পক্ষে প্রচারও করেন না। তবুও তার মতে, ব্যাপক সমালোচনার পরও শেষ পর্যন্ত জনগণ বিএনপিকেই ভোট দিতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button