বিএনপিরাজনীতি
প্রধান খবর

‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান’

ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দেশবাসীকে গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস, অন্তর্বর্তী সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন।

তিনি জানান, যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ ঢাকায় পৌঁছাবে। সমন্বিত মেডিকেল টিমের মতামতের ভিত্তিতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button