কত শতাংশ ভোট পাবে এনসিপি, জানালো মার্কিন সংস্থা আইআরআই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঝোঁক কোন দলমুখী—সেটি তুলে ধরেছে মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জরিপ।
জরিপ অনুযায়ী, এখনই নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৬ শতাংশ ভোট। বিএনপিকে ভোট দেবেন ৩০ শতাংশ এবং জামায়াতে ইসলামীকে ২৬ শতাংশ ভোটার। জাতীয় পার্টি পাবে ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে ৪ শতাংশ ভোট। অন্যান্য দল মিলিয়ে ভোট পেতে পারে ৮ শতাংশ।
৪ হাজার ৯৮৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই জরিপে দেশের আট বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা নেওয়া হয়—রাঙামাটি জেলা ছাড়া। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ বছর বা তার বেশি। সিএপিআই পদ্ধতিতে মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ হয় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। জরিপকারীরা আস্থার পরিমাণ ৯৫ শতাংশ দাবি করলেও ফলাফল ১.৪ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
শুধু ভোটঝোঁক নয়—ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থার চিত্রও এসেছে জরিপে। অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ ড. ইউনূসকে সমর্থন করেছেন এবং ৭০ শতাংশ বর্তমান সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন। ভবিষ্যতে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ মানুষ।
তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ



