রাজনীতি
প্রধান খবর

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি

অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিজয়নগরে স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর তাকে আনা হয় এবং তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে তিনি জানান।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি বলেন, প্রচারণার সময় আকস্মিকভাবে হাদির ওপর গুলি চালানো হয়। পরে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাটি শোনা গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “হাদির মতো আমাদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। তবুও আমরা লড়াই থেকে সরে দাঁড়াব না।”

ঘটনাপরবর্তী প্রতিক্রিয়ায় ডাকসু ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ঢাকা শহরকে চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে মুক্ত করতে শিগগিরই অভ্যুত্থান শুরু হবে।”

উল্লেখ্য, গত নভেম্বরেও দেশি-বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন হাদি। ১৪ নভেম্বর এক সামাজিক মাধ্যমে পোস্টে তিনি দাবি করেন, তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং পরিবারের নারী সদস্যদের ওপর বর্বর হামলার হুমকি দেওয়া হয়েছিল।

ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে, আর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button